স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বারের সিনিয়র আইনজীবীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির লাইব্রেরিকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় হরতালের দিন আদালতের কার্যক্রমে অংশগ্রহণ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবীদের মতামত গ্রহণ করা হয়।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল ওহাব মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে সিনিয়র আইনজীবী সাবেক সভাপতি আলহাজ গোলাম রহমান, এসএস ইমদাদ হোসেন, মোসলেম উদ্দিন, আব্দুল গফুর, মোজাম্মেল হক, মনিরুজ্জামান (১), জাহাঙ্গীর আলী, এসএম রফিউর রহমান, সেলিম উদ্দিন খান, মহসীন আলী, এসএম আসাদুজ্জামান গনি সালাম, শাহ আলম, আব্দুস সামাদ, মজিবুল হক চৌধুরী মিন্টু, মোশাররফ হোসেন, এমএম শাহজাহান মুকুল, সোহরাব হোসেন (২), আকসিজুল ইসলাম রতন ও শহিদুল হক উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম।
সিনিয়র আইনজীবীদের সাথে মতবিনিময় শেষে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম জানান, ভ্রাতৃত্ব, সমৃদ্ধি ও শান্তি বজায় রাখার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া দরকার। যা সাধারণ সভায় উপস্থাপন হয়ে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন সিনিয়র আইনজীবীরা।