ঝিনাইদহ অফিস: এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টিভি চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুর মুক্তি দাবিতে আজ সকাল ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাব ভবনের সামনে সংবাদকর্মীরা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন। ঝিনাইদহ প্রেসক্লাব ও ঝিনাইদহ ইলেকট্রনিক মিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করেছে।
এদিকে এক বিবৃতিতে ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু ও ঝিনাইদহ ইলেকট্রনিক মিডিয়া রিপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ সেলিম এবং সাধারণ সম্পাদক আলাউদ্দীন আজাদ অ্যাটকোর প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর গ্রেফতারের নিন্দা জানিয়ে অনতিবিলম্বে মুক্তি দাবি করেছেন।