খবর:(কার্পাসডাঙ্গায় সন্ধ্যারাতে বোমা বিস্ফোরণ: বয়রা মোড়ে ছিনতাই)
চোর-পুলিশে কোলাকুলি
চতুর্দিকে গোলাগুলি
ডাকাতি হয় খোলাখুলি
মধ্যিমাঝে ছিনতাই;
আছি ভীষণ চিন্তায়।
চোর-পুলিশে এ কী দোস্তি
এক তিলেকও হয় না স্বস্তি
ভয়ে কাঁপে শহর-বস্তি
বাতাস ভারী কান্নায়;
এই বেঁচে এই জান নাই।
চোর-পুলিশে মাতামাতি
সাধু ডাকাত হাতাহাতি
কী হয়ে যায় রাতারাতি
মাথায় পড়ে বোমা;
মরে গেলাম ও মা!
Ñআহাদ আলী মোল্লা