জাতীয় পতাকা হাতে নিয়ে ১৫ মিনিটের মানববন্ধন কর্মসূচি সফল করার আহ্বান

চলমান রাজনৈতিক সহিংস হরতাল ও অবরোধের প্রতিবাদে চুয়াডাঙ্গা চেম্বারের উদ্যোগে মতবিনিময়

 

স্টাফ রিপোর্টার: দেশের বর্তমান চলমান রাজনৈতিক সহিংস হরতাল ও অবরোধে অর্থনীতির ভিত্তি আজ ধ্বংসের মুখোমুখি। সে কারণে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি ইয়াকুব হোসেন মালিক।

দেশের বেসরকারি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আগামী ৮ ফেব্রুয়ারি রোববার বেলা ১২টা থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত জাতীয় পতাকা হাতে নিয়ে দেশব্যাপি মানববন্ধন করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদের ডাক দিয়েছে। ওই কর্মসূচি বাস্তবায়ন করতে গতকাল রাত ৮টায় চেম্বার ভবন মিলনায়তনে চুয়াডাঙ্গা চেম্বার সভাপতি ইয়াকুব হোসেন মালিকের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা শাখার সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ও সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের জগলু, ব্যবসায়ী বজলুর রহমান, আব্দুল মোতালেব, আব্দুল হালিম মুন্সি, এসএম তসলিম আরিফ বাবু, এএন আরিফ, এমএইচ রশিদ পলাশ ও মজিবর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা চেম্বারের সিনিয়র সহসভাপতি শাহারিন হক মালিক, মঞ্জুরুল আলম মালিক লার্জ, পরিচালক সালাউদ্দিন মো. মর্ত্তুজা, নীল রতন সাহা, সেলিম আহমেদ, কিশোর কুমার কুণ্ডু ও রাশেদুজ্জামান মালিক রাশেদ।

এছাড়া এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় পুনরায় চেম্বার ভবন মিলনায়তনে মতবিনিময় অনুষ্ঠিত হবে। সভায় জেলার সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য সভার সভাপতি ইয়াকুব হোসেন মালিক অনুরোধ জানান।