ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে ৩ দিনব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. রশীদুল হাসান, বাংলাদেশ হকি দলের সাবেক ম্যানেজার, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় কামরুল ইসলাম কিসমত, বাংলাদেশ হকি ফেডারেশনের সিনিয়র সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, স্কুল হকি টুর্নামেন্টের স্পন্সর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রতিনিধি চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক নাসির উদ্দীন, মিডিয়া পার্টনার এটিএন বাংলার পক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রফিক রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুনসহ জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্যগণ ও আমন্ত্রিত অতিথিগণ।
বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় চুয়াডাঙ্গা এমএ বারী মাধ্যমিক বিদ্যালয় ৪-০ গোলে মেহেরপুর আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়কে, দ্বিতীয় খেলায় মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় ২-১ গোলে ঝিনাইদহের ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয়কে, তৃতীয় খেলায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে ঝিনাইদহ নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়কে এবং চতুর্থ খেলায় চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে কুষ্টিয়া জেলা স্কুলকে পরাজিত করে। উদ্বোধনী দিনের ম্যাচ গুলো পরিচালনা করেন ইসমাঈল হোসেন লিটন ও মাহমুদ আলী খান।
আজ দ্বিতীয় দিনে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মুখোমুখি হবে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের, ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হবে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের, কুষ্টিয়া জিলা স্কুল মুখোমুখি হবে মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ও এমএ বারী মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হবে নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়ের।