মাথাভাঙ্গা মনিটর: ভারতে এবছর জানুয়ারি মাসে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ১৯১ জন মারা গেছেন। তেলেঙ্গানায় সবচেয়ে বেশি লোক এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর পরই রয়েছে দিল্লির স্থান। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরুণ পাণ্ডে এ তথ্য জানান। এ বছরের জানুয়ারি মাসে ভারতে সোয়াইন ফ্লুতে মোট ২ হাজার ৩৮ জন আক্রান্ত হয়েছে। এ সময় দিল্লিতে মোট ৪৮৮ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন। সেখানে ১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। ওই একই সময় তেলেঙ্গানায় সর্বোচ্চ ৬২৯ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন। এদের মধ্যে ৩৪ জন মারা যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে জানা যায়, গত এক মাসে রাজস্থানে ২০৫ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। সেখানে এ ভাইরাসে মৃতের সংখ্যা ৪৯ জনে দাঁড়িয়েছে। মহারাষ্ট্রে সোয়াইন ফ্লুতে আক্রান্ত ৭৩ জনের মধ্যে ২২ জন ও গুজরাটে আক্রান্ত ৩২০ জনের মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে।