এবার অস্ট্রিয়ায় ইসলামিকরণ বিরোধী মিছিল

মাথাভাঙ্গা মনিটর: জার্মানির প্যাট্রিয়টিক ইউরোপিয়ান্স এগেইনস্ট দ্য ইসলামাইজেশন অব দ্য ওয়েস্ট (পেজিডা) প্রথমবারের মতো প্রতিবেশী অস্ট্রিয়ায় প্রতিবাদ মিছিল করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে জার্মানিতে পেজিডার প্রতিবাদ মিছিলগুলোতে ২০ হাজারের বেশি মানুষ যোগ দিলেও সোমাবর ভিয়েনার মিছিলটিতে মাত্র কয়েকশ মানুষ যোগ দিয়েছে। পেজিডার মিছিলে উপস্থিত মানুষের চেয়ে আশপাশে উপস্থিত পুলিশের সংখ্যাই বেশি ছিলো। আরো যা উল্লেখযোগ্য, পেজিডার মিছিল চলাকালে তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে প্রায় ৫ হাজার মানুষ জড়ো হয়ে যায়। ইসলামিকরণের বিরুদ্ধে বিক্ষোভ হওয়া ইউরোপের সর্বশেষ দেশ অস্ট্রিয়া। এর আগে চেক রিপাবলিক, ডেনমার্ক এবং নরওয়েতে পেজিডার সমর্থনে ছোটখাট বিক্ষোভ মিছিল হয়েছে এবং স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ডে পেজিডার সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে। ২০১৪ সালে পূর্ব জার্মান শহর ড্রেসডেনে পেজিডার উৎপত্তি হয়।