চুয়াডাঙ্গার সরোজগঞ্জে পণ্যবাহী আলমসাধুর সাথে বাসের ধাক্কা
স্টাফ রিপোর্টার: বাসের ধাক্কায় আলমসাধুচালক শিমুলের মমার্ন্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিমুল চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ির আব্দুল মালেকের ছেলে। সে আকিজ ফুড ইন্ডাস্ট্রিজের পণ্যবাহী আলমসাধু নিয়ে বদরগঞ্জ বাজারের যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি আব্দুল মালেকের ছেলে শিমুল হোসেন (২০) প্রায় দু বছর আকিজ ফুড ইন্ডাস্ট্রিজের পণ্যবাহী আলমসাধুচালক হিসেবে নিয়োগ পায়। প্রতিদিনের ন্যায় গতকাল সকালে পণ্য নিয়ে চুয়াডাঙ্গা থেকে বদরগঞ্জ বাজারের উদ্দেশে রওনা দেয়। সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের অদূরে পৌঁছুলে একই দিক থেকে আসা একটি বাস আলমসাধুকে ওভারটেক করার সময় বাসের সাথে ধাক্কা লেগে আলমসাধুচালক শিমুল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় তার নিজের আলমসাধুর নিচে চাপা পড়ে গুরুতর আহত হলে তার সাথে থাকা লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
শিমুল তার মায়ে সাথে দীর্ঘদনি ধরে নানা বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের থাকতো। শিমুলের মৃত্যু খবর পেয়ে তার মাসহ নিকট আত্মীয়রা কান্নায় ভেঙে পড়েন।
শিমুলের সাথে থাকা একই কোম্পানির সেলস্ ম্যান মওলা বকস জানান, সেসহ আলমসাধুচালক শিমুল হোসেন ও আবু বক্কর নামের অপর এক সেলস্ ম্যানকে সাথে নিয়ে সকাল ৯টার দিকে মালামাল নিয়ে চুয়াডাঙ্গা থেকে বদরগঞ্জ বাজারের উদ্দেশে রওনা হয়। পথের মধ্যে সরোজগঞ্জ বাজার অদূরে তেতুল শেখ কলেজের সামনে পৌঁছুলে পেছনের দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাদেরকে অভারটেক করার সময় ধাক্কা লাতে এতে চালক শিমুল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আলমসাধু নামিয়ে দেয়। এ সময় শিমুল ছিটকে পড়ে আলমসাধুর নিচে চাপা পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায়।