স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার উজিরপুর মণ্ডলপাড়ায় একটি মুরগি খামারে ভয়াবহ আগুনে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেন।
খামারী ইয়ার আলী জানান, উজিরপুর মণ্ডলপাড়ার নিজ বাড়িতে গত ১৭ বছর আগে মুরগির খামার গড়ে তোলেন। পরবর্তীতে বাড়ির পার্শ্ববর্তী স্থানে আলাদাভাবে মুরগির খামারের পাকা দোতলা শেড নির্মাণ করা হয়। এ খামারে দু হাজার মুরগি ছিলো। নিচতলায় ছাদ থাকলেও দোতলা টিন দিয়ে নির্মাণ করা হয়। সকাল ৮টার দিকে হঠাৎ করে পাটকাঠিতে আগুন দেখতে পেয়ে তার স্ত্রী আসমা খাতুন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং দমকল বাহিনীকে খবর দেয়া হয়। এলাকাবাসী আগুন নেভাতে এগিয়ে আসে। এ সময় নিচতলা ও দোতলার মুরগি ঘরের বেড়া ভেঙে বাইরে বের করা হয়। এ সময় আগুনে পুড়ে দোতলার ৩০টিন, ১০ বস্তা মুরগি খাবার, ১ হাজার মুরগি লাপাত্তা ও অন্যান্য মালামাল বিনষ্ট হয়।