জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা অনুমোদন

স্টাফ রিপোর্টার: জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০১৫ অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০০৯ সালের জুলাইয়ে এই নীতিমালা প্রণনয় করা হয়। ২০১৩ সালের ১১ মার্চ সংশোধনীসহ উপস্থাপন করা হলে তা অনুশাসনসহ মন্ত্রিসভা ফেরত পাঠায়। আজকের সভায় কিছু পরিমার্জনসহ নীতিমালাটি অনুমোদন করা হয়েছে।

মোশাররফ হোসে ভূইঞা জানিয়েছেন, তিনটি ধাপে এ নীতিমালা বাস্তবায়ন করা হবে। ২০১৬ সালের মধ্যে স্বল্প, ২০১৮ সালের মধ্যে মধ্যম ও ২০২১ সালের মধ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এই নীতিমালা বাস্তবায়িত হবে। তিনি জানান, নীতিমালায় ১০টি উদ্দেশ্য, ৫৬টি কৌশলগত বিষয়বস্তু ও ৩০৬টি করণীয় উল্লেখ রয়েছে। এ নীতিমালা বাস্তবায়িত হলে সরকারের রূপকল্প বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।