কার্পাসডাঙ্গায় সন্ধ্যারাতে বোমা বিস্ফোরণ : বয়রা মোড়ে ছিনতাই

ভ্রাম্যমা/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় সন্ধ্যারাতে পরপর ৩টি বোমা বিস্ফোরণ ঘটনা হয় এবং করিমনে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে কার্পাসডাঙ্গা আরামডাঙ্গা বটতলায় ১টি বোমা বিস্ফোরণ হয়। এরপর রাত ৮টার দিকে কার্পাসডাঙ্গা ঈদগা গেটে পরপর ২টি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়।

স্থানীয় লোকজন জানায়, মোটরসাইকেলে যাওয়ার সময় পেছনে বসে থাকা এক আরোহী বোমা মারতে থাকে। এ সময় লোকজন না থাকায় কেউ আহত হয়নি।

এদিকে কার্পাসডাঙ্গার বয়রার মোড়ে করিমনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের সময় করিমনটি বয়রা থেকে কার্পাসডাঙ্গার দিকে যাচ্ছিলো। এ সময় ছিনতাইকারীরা করিমনটির গতিরোধ করে ছিনতায়কারীরা ভ্যানচালকের কাছে থাকা সাতশ টাকা নিয়ে পালিয়ে যায়। বোমা বিস্ফোরণের পরপর কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে যায়।

কার্পাসডাঙ্গা ফাঁড়ি আইসি জিএম ইমদাদুল হক ঘটনাস্থলে এসে জানান, হরতাল-অবরোধে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য বোমা নয়, পটকা মেরেছে।