স্টাফ রিপোর্টার: ড্র করলেও চলতো; কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলে শ্রীলঙ্কাকে হারিয়েই বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের এ জয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়েছে মামুনুল-এমিলিরা।
৪১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে একমাত্র গোলটি করেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। দ্বিতীয়ার্ধে শ্রীলঙ্কার একটি পেনাল্টি বাংলাদেশ গোলরক্ষক সহিদুল ইসলাম সোহেল ঠেকিয়ে দেয়ায় ম্যাচে ফিরতে পারেনি অতিথিরা। চ্যাম্পিয়ন হিসেবে গোল্ডকাপের সেমি-ফাইনাল আগেই নিশ্চিত করেছিল মালয়েশিয়া। এ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখলো বাংলাদেশ। গত বছর অক্টোবরে খেলা দুই প্রীতি ম্যাচে যশোরে শ্রীলঙ্কার সাথে ড্র করলেও রাজশাহীতে ১-০ গোলে জিতেছিলো বাংলাদেশ।
হেমন্তের গোলের আগেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু একাদশ মিনিটে জাহিদ হোসেন সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। মাঝ মাঠ থেকে অধিনায়ক মামুনুল বল বানিয়ে দিয়েছিলেন জাহিদকে কিন্তু শেখ রাসেলের এই ফরোয়ার্ডের শট সোজা প্রতিপক্ষের গোলরক্ষকের গ্লাভসে জমা হয়। ২১তম মিনিটে প্রতিপক্ষের বক্সে বেশ চাপ তৈরি করে বাংলাদেশ। কিন্তু জাহিদের ক্রসে বলের লাইনে থাকা এমিলি ও সোহেল-দুজনের কেউই দরকারি টোকাটা দিতে পারেননি। এর পরই জাহিদের শট শ্রীলঙ্কার গোল পোস্টের ওপর দিয়ে উড়ে যায়। ৩২তম মিনিটে আরেকবার গোল বঞ্চিত হয় বাংলাদেশ। রায়হান হাসানের লম্বা থ্রো থেকে বক্সের জটলার মধ্যে শট নেন সোহেল; কিন্তু বল প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লেগে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের শেষ দিকে শ্রীলঙ্কার রক্ষণভাগে প্রচণ্ড চাপ তৈরি করে বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষক সুজান পেরেইরার দৃঢ়তায় ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ দিকে ইয়াসিন খানের মাপা হেড দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন অতিথি দলের গোলরক্ষক। ১-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও আক্রমণ করতে থাকে।