মোসাদ্দেক হোসেন ফালুকে খিলগাঁও থানার মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়েছে ডিবি
স্টাফ রিপোর্টার: শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মালার সংখ্যা আরো একটি বাড়িয়েছে পুলিশ। মিরপুর থানার মামলাটি পুরাতন হলেও এ মামলায় দুদুকে নতুন করে গতকাল গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে খিলগাঁও থানায় রুজুকৃত মামলায় মোসাদ্দেক হোসেন ফালুকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মিরপুর থানা পুলিশ গত ১১ জানুয়ারি থানার ৩৬ নম্বর মামলায় শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করে। এ মামলায় ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ডিসেম্বর মাসের একটি মামলায় শোনঅ্যারেস্ট দেখিয়ে রিমান্ডের আবেদন জানায়। দু দিনের রিমান্ড মঞ্জুর হয়। দু দিনের রিমান্ড গতকালই শেষ হয়। এ মামলার রিমান্ড শেষ হতে না হতে একই থানা পুলিশ জানুয়ারির ৩৪ নম্বর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ দিয়ে শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১০টি। এর মধ্যে রূপনগর থানায় রুজুকৃত মামলায়ও রিমান্ডের আবেদন জানানো হয়েছে। গত ১ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য থাকলেও মিরপুর থানায় রিমান্ড চলমান থাকায় তাকে ওইদিন আদালতে হাজির করা সম্ভব হয়নি। ফলে আদালত রিমান্ড শুনানির জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে। পল্টন থানার মামলাগুলোতে তেমন রিমান্ডের প্রক্রিয়া শুরু হয়নি। সূত্র বলেছে, পল্টন থানায় শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে রুজুকৃত মামলার সংখ্যা ৬টি। মিরপুর থানায় গতকালের শোনঅ্যারেস্ট দেখানো মামলা দিয়ে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৩। সে হিসেবে মোট মামলার সংখ্যা গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত ১০টি।
শামসুজ্জামান দুদু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য। অপর উপদেষ্টা মোসাদ্দেক হোসেন ফালুর বিরুদ্ধে বাসে আগুন দিয়ে হত্যাচেষ্টার ঘটনার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে গতকার সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা করা এ মামলায় বিএনপির আরও ১৫ জন শীর্ষনেতাসহ ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। গত রোববার রাত ৭টা ৫৫ মিনিটে মোসাদ্দেক আলী ফালুকে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে আটক করে ডিবি পুলিশ।