স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ভিমরুল্লার মোক্তার হোসেনকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই তকিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সোমবার সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লার বরকত উল্লাহর ছেলে মুক্তার হোসেন (৩৫) একটি চুরি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি। গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ভিমরুল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার কর হয়। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।