বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নবীনবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল রোববার সকালে নবীনবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজি মো. আলফাজ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক রফিকুর রশীদ রিজভী, প্রবীণ শিক্ষক বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, প্রাক্তন শিক্ষক মুছা করীম, কাজিপুর ডিগ্রি কলেজের প্রভাষক হাসানুজ্জামান, হারদী কলেজের সহকারী প্রভাষক সালাউদ্দীন। বক্তব্য রাখেন আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইছারদ্দীনসহ বিদ্যালয়ের প্রবীণ ও নবীন ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের মাঝে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান মকলেছ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ১০টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু। বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, মহাজনপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জিল্লুর রহমান। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন- ইউনিয়ন আ.লীগের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক শফিকুল ইসলাম।