চুয়াডাঙ্গায় ওকালতনামা ও হাজিরার মূল্য বৃদ্ধি কার্যকর

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ওকালতনামার দাম ২০ টাকা ও হাজিরার দাম ৩ টাকা বৃদ্ধি করা হয়েছে। গতকাল রোববার থেকে এ মূল্যে বৃদ্ধি কার্যকর করা হয়েছে। মূল্যে বৃদ্ধির ফলে দরিদ্র বিচারপ্রার্থীদের মধ্যে হতাশা নেমে এসেছে। মূল্যে বৃদ্ধির ফলে, ওকালতনামার বর্তমান মূল্যে ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা ও হাজিরার মূল্যে ৭ টাকা থেকে বেড়ে ১০ টাকা করা হয়েছে। চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জপাড়ার সোহরাব হোসেন বলেন, ওকালতনামা ও হাজিরার যে দাম ছিলো তাই অস্বাভাবিক। ফলে মূল্যে বৃদ্ধির কারণে দরিদ্র বিচারপ্রার্থীরা আরো দুর্ভোগে পড়বে।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জেলা আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাড. নূরুল ইসলাম বলেন, মূল্যে বৃদ্ধির বিষয়টি বারের সর্বসম্মতির বিষয়। এ বিষয়ে বারের সিদ্ধান্ত তার সিদ্ধান্ত। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম মূল্যে বৃদ্ধির বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, গত ২৯ জানুয়ারি সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।