আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মহেশপুর গ্রামের অভিযান চালিয়ে গাছ কাটা ও ঘরবাড়ি ভাঙচুর মামলার দু আসামিকে গ্রেফতার করেছে। গত শনিবার রাতে মহেশপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, উপজেলার মহেশপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আব্দুল মান্নান (৩৫) ও মান্নানের মামাতো ভাই একই গ্রামের মৃত দবির বিশ্বাসের ছেলে মোজাম (৪০) জোর করে দু ভাইয়ের বাড়িঘর ভাঙচুর করে ও কয়েকটি গাছ কর্তন করে। কায়েম, সায়েম ও মান্নানের মধ্যে বাড়ির জমি ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিলো। গত ৩০ জানুয়ারি মান্নান ও তার মামাতো ভাইসহ কয়েকজন দাঁড়িয়ে থেকে বাড়ির উঠোনে থাকা কাঁঠালগাছ, ইপিলইপিল গাছসহ কয়েকটি গাছ বিক্রি করার জন্য কর্তন করে। গাছ কাটতে বাধা দিলে মান্নান তার ভাই কায়েম ও সায়েমকে মারধর করতে যায় এবং কুঁড়ুল দিয়ে ইটের ঘরের একটি ওয়াল ভেঙে দেয়। মান্নানের দু ভাই সায়েম ও কায়েম কোনো উপায় না পেয়ে আলমডাঙ্গা থানায় আব্দুল মান্নান ও মামাতো ভাই মোজামসহ কয়েকজনের নামে মামলা দায়ের করেন। গত শনিবার আলমডাঙ্গা থানার এসআই আনিস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মান্নান ও মোজামকে গ্রেফতার করে থানায় নেন।