মাথাভাঙ্গা মনিটর: জাপানের জিম্মির শিরশ্ছেদের ভিডিও প্রকাশের পর ইসলামিক স্টেটের হাতে বন্দি নিজেদের বিমান চালককে মুক্ত করতে সব কিছু করা হবে বলে জানিয়েছে জর্ডান। বিমান চালক লেফটেন্যান্ট মুয়াথ আল-কাসায়েসবেহ যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর হয়ে ডিসেম্বরে সিরিয়ার আইএস জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর সময় বিমানটি বিধ্বস্ত হয় এবং তিনি আইএস’র হাতে বন্দি হন। জর্ডান সরকার জানায়, কাসায়েসবেহকে নিরাপদে ফিরিয়ে আনতে তারা আইএস’র প্রস্তাব অনুযায়ী বন্দি বিনিময় করতে রাজি। সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমেনি বলেন, প্রশাসন বিমানচালককে জীবিত ও অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে সর্বোতভাবে চেষ্টা করছে। সরকারি সব সংস্থা একত্রিত হয়ে কাসায়েসবেহ জীবিত থাকার প্রমাণ খুঁজছে। যাতে তাকে মুক্ত করে বাড়িতে ফিরিয়ে আনা যায়। কাসায়েসবেহের মুক্তির বিনিময়ে জর্ডানে বন্দি ইরাকের আত্মঘাতী বোমা হামলাকারী সাজিদা আল-রিশাউইকে ছেড়ে দেয়ার দাবি জানিয়েছিলো আইএস। আইএস’র এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে জর্ডান সরকার কাসায়েসবেহের জীবিত থাকার প্রমাণ চেয়েছিলো।