দামুড়হুদার দর্শনা সীমান্ত দিয়ে মাদকব্যবসায়ীকে দেশে ফেরত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে ২৪ বোতল ফেনসিডিল ও ২ বোতল মদসহ আটক মোহাম্মদ আলী (২৫) নামের এক মাদকব্যবসায়ী বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেন পিলারের কাছে দু দেশের সীমান্তরক্ষীদের মধ্যে বৈঠক শেষে তাকে ফেরত দেয়া হয়। এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রবিউল ইসলাম ও চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তা এসআই শেখ মাহাবুব এবং বিএসএফ’র পক্ষে ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ১৭৩ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি দিপক থাপ্পা।

বিজিবি জানায়, গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দর্শনা জয়নগর গ্রামের সুরাপ উদ্দীনের ছেলে মোহাম্মদ আলীসহ ৪/৫ জন চোরাচালানী ফেনসিডিল আনার উদ্দেশে ৭৫ নম্বর মেন পিলারের কাছ দিয়ে ভারতের গেদে গ্রামে প্রবেশ করে। রাত ৮টার দিকে ফেনসিডিল নিয়ে একই পথে দেশে ফিরে আসার সময় ভারতের গেদে ক্যাম্পের টহলরত বিএসএফ তাদেরকে ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মোহাম্মদ আলী ২৪ বোতল ফেনসিডিল ও ২ বোতল মদসহ বিএসএফ’র কাছে ধরা পড়ে। চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।