স্টাফ রিপোর্টার: শীত যেন বিদায় বেলায় জানান দিয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ দেশের অধিকাংশ এলাকায় গত দু দিন ধরে তাপমাত্রা দ্রুত হ্রাস পেয়েছে। চুয়াডাঙ্গায় দু দিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রিতে উঠলেও গতকাল এক লাফে তা নেমে ৭ ডিগ্রি সেলসিয়াসে থেমেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল অবশ্য রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রির আশে পাশে রেকর্ড করা হয়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিলো টেকনাফে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সারাদিনই বয়েছে শীতল বাতাস।
আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, সীতাকুণ্ডু, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া বরিশাল ও ভোলা অঞ্চলসহ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।