গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন সেরা উপজেলা নির্বাহী অফিসারের পুরস্কার পেয়েছেন। ডিজিটাল বাংলাদেশ গড়া ও ভিশন ২০২১ বিনির্মাণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ জেলা প্রশাসনের পক্ষ থেকে গত শনিবার বিকালে মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়।
জেলা প্রশাসক মাহমুদ হোসেনের কাছ থেকে পুরস্কার ও ক্রেস্ট গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। এর আগে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার থাকাকালে একই পুরস্কারে ভূষিত হন। তার এ কৃতিত্বে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।