ইসলামী ব্যাংকিং একান্তই ফ্রড

স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ইসলামী ব্যাংকিং একান্তই একটি ফ্রড (প্রতারণা)। এটাকে অন্যান্য ব্যাংকের সাথে এক করার অনেক উদ্যোগ আমি নিয়েছি, যখন আমি সরকারে ছিলাম- আন্তর্জাতিক উপদেষ্টা ছিলাম। এটাকে বন্ধ করার সুযোগ মুসলিম উম্মাহর ওপর। যখন তারা বুঝতে পারবে ইসলামের নামে একটি জঘন্য প্রথা চালু করা হযেছে। গতকাল রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাবিবুর রহমান মোল্লা তার প্রশ্নে জানতে  চান সাধারণ ব্যাংক ও ইসলামী ব্যাংকের কার্যকলাপ এক করে দেবেন কি-না? জবাবে অর্থমন্ত্রী বলেন, যারা ধর্ম নিয়ে কথাবার্তা বলেন, সুদ ও রিবাকে এক করে ফেলেন। ইসলামে রিবা  নিষিদ্ধ।  রিবা আর বর্তমান সুদ এক জিনিস নয়। সুদ মানবিক চিন্তাধারার ওপর প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, দুর্ভাগ্য যে ইসলামী ব্যাংকের তত্ত্ব সারা দুনিয়াতেই গৃহীত। আইএমএফ পর্যন্ত তাদের অনুমোদন দিয়েছে। সুতরাং এটাকে বন্ধ করার কোনো সুযোগ এখানে নেই। মুসলিম উম্মাহ যখন রেশনালিস্ট হবে, যখন বুঝতে পারবে ইসলামের নামে একটি জঘন্য প্রথা চালু করা হযেছে। তিনি বলেন, রিবা চক্র বৃদ্ধি সুদ। রিবার মধ্যে কোনো ধরনের মানবিক চিন্তা ধারা নেই। কিন্তু সুদ মানবিক চিন্তাধারার ওপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয়েছে। সুদ হলো  কস্ট অব ফান্ড এবং কস্ট অব এডমিনিষ্ট্রেশন। কিন্তু রিবাহেত সেটা ছিলো না। যারা ধর্ম নিয়ে কথাবার্তা বলেন তারা সুদ ও রিবাকে এক করে ফেলেন। এটা একান্তই ভুল এবং এ ভুলের ওপর ভিত্তি করেই ইসলামিক ব্যাংকিং হয়েছে, এখন আমার কিছুই করার নেই।