আলুকদিয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া-টেইপুর ঈদগাতলার মাঠে পর পর তিনটি বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় বোমার আগুনে বরজ ও পাটকাঠি পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া-টেইপুর ঈদগাতলার মাঠে গতরাত সোয়া নয়টার দিকে দশ মিনিটের মধ্যে তিনটি বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় বোমা ছিটকে টেইপুরের হামিদ বিশ্বাসের ছেলে নজরুলের পাটকাঠি গাদায় আগুন লাগে। একপর্যায়ে নজরুলেরই পানবরজে আগুন লাগে। এ আগুনে মাঠ আলোকিত হলে স্থানীয় জনগণ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। এ আগুনে নজরুলের পানবরজ ও তিন ট্রলি পাটকাঠি পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এলাকাবাসীর দাবি মাঝেমাঝেই ওই এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা।