আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ড

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গায় নেশাগ্রস্ত স্বামীর অত্যাচার ও পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত আনোয়ার নামের এক ব্যক্তিকে ৬ মাসে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। গতকাল রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করলে তিনি পুলিশ নিয়ে আনোয়ারকে আটক করে এ রায় প্রদান করেন।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মৃত ভেরম মণ্ডলের ছেলে আনোয়ার হোসেন (৫০) প্রায় ১৩ বছর ধরে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সেবন করে। নেশার টাকা জোগাতে আনোয়ার প্রায়ই সংসারে অশান্তি করতে থাকে। তার অত্যাচারে স্ত্রী মনোয়ারা খাতুন গতকাল সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমানের নিকট অভিযোগ করেন। তিনি আলমডাঙ্গা থানা থেকে এএসআই লিয়াকত আলীকে সাথে নিয়ে গোবিন্দপুর দাসপাড়ার ভাড়ার বাসা থেকে আনোয়ারকে গ্রেফতার করে নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আনোয়ারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

Leave a comment