মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ার কাছে বঙ্গবন্ধু গোল্ডকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কা হেরে যাওয়ায় বাংলাদেশের শেষ চারে ওঠার পথটা সহজ হয়েছে। সেমিফাইনালে খেলতে হলে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলেই চলবে মামুনুলদের। সিলেট জেলা স্টেডিয়ামে গতকাল শনিবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে সবার আগে গোল্ডকাপের সেমিফাইনাল নিশ্চিত করে মালয়েশিয়া। আর শ্রীলঙ্কার হারের ব্যবধান বেশি হওয়ায় সুবিধা হয়েছে বাংলাদেশের। দুই জয়ে পাওয়া ছয় পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তালিকায় শীর্ষে থেকে গোল্ডকাপের সেমিফাইনালে ওঠে মালয়েশিয়া। বাংলাদেশ ও শ্রীলঙ্কা একটি করে ম্যাচ হারলেও গোল পার্থক্যে এগিয়ে আছে মামুনুলরা। গোল পার্থক্যের হিসেবে ‘১’ নিয়ে গ্রুপের তালিকায় দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। আর ‘-২’ নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। আগামীকাল সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ গোলশূন্য ড্র হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে শ্রীলঙ্কাকে টপকে সেমিফাইনালে উঠবে স্বাগতিকরা। সিলেট জেলা স্টেডিয়ামে গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। শুরুর হারে মামুনুলদের এ আসরের সেমিফাইনালে খেলার পথটা কঠিন হয়ে যায়। সিলেট থেকে ঢাকা রওনা দেয়ার আগে অধিনায়ক মামুনুল অবশ্য বলেছিলেন, শ্রীলঙ্কাকে হারিয়েই গ্রুপ পর্ব পেরুতে চান তারা। গোল্ডকাপে খেলা ছয় দলের মধ্যে এএফসির ৱ্যাঙ্কিঙে একমাত্র শ্রীলঙ্কা বাংলাদেশের পেছনে রয়েছে।