চুয়াডাঙ্গা কেদারগঞ্জ নতুন বাজার কমিটির শপথ ও সংবর্ধনায় হুইপ ছেলুন

স্টাফ রিপোর্টার: বিগত চল্লিশ বছরে চুয়াডাঙ্গার যা উন্নয়ন হয়নি গত ৫ বছরে সেই উন্নয়ন হয়েছে। আরো উন্নননের ধারাবাহিকতার পথে রয়েছে চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী এবং বাইপাস সড়ক। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গার কেদারগঞ্জ নতুন বাজারের ত্রিবার্ষিক নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক শপথ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নবনির্বাচিত নতুন বাজার কমিটির সভাপতি আসলাম উদ্দিনের সভাপতিত্বে কেদারগঞ্জ বাজারে শপথ ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, পৌর মেয়র রিয়াজুল ইসলাম টোটন, হাজি আফসার আলী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা ছাত্রলীগের সভপতি শরিফ উদ্দীন দুদু, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোর্য়াদ্দার, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম মিনু, হাজি আব্দুল হান্নান, পৌর কাউন্সিলর রমজান আলী চাঁন্দু, মুনসুর আলী মনো, হাফিজুর রহমান, আশাদুল ইসলাম, সাবেক কমিশনার আরশেদ আলী কালু প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, বাজারের সার্বিক উন্নয়ন পরিকল্পনার জন্য জেলা পরিষদ ও পৌর কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে। এ বিষয়ে আমি তাদেরকে বাজার উন্নয়নে সুদৃষ্টি রাখার কথা বলেছি। অনুষ্ঠানের শুরুতে কেদারগঞ্জ জামে মসজিদের ইমাম রুহুল আমিন কোরআন তেলাওয়াত করেন। এরপর নবনির্বাচিত কমিটির সকল সদস্যদেরকে শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নিবার্চন কমিশনার অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম।