মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলা মডেল প্রাথামিক বিদ্যালয় প্রাঙ্গণে চার দিনব্যাপি স্কাউট সমাবেশ ক্যাম্প ফায়ারের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল ইসলাম উপস্থিত থেকে সমাবেশের সম্পন্ন ঘোষণা করেন।সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক। বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর আ.মতিন, পল্লী বিদ্যুত এলাকা পরিচালক রেজাউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক কুতুবউদ্দীন ও স্কাউট সম্পাদক আনোয়ারুল ইসলাম, স্কাউট কমিশনার প্রধান শিক্ষক আবুল হোসেন।