লেখাপড়ার গতি ও শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে আনতে প্রাইভেট বন্ধে পদক্ষেপ

চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার পরিচালনা পর্ষদ সভায় সভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র টোটন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার পরিচালনা পর্ষদের সভায় প্রতিষ্ঠানে পড়ালেখায় গতি বৃদ্ধি ও শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে আনতে শিক্ষকদের প্রতিষ্ঠানের বাইরে প্রাইভেট বন্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় মাদরাসা পরিচালনা পরিষদের এক জরুরিসভায় সরকার ঘোষিত নিয়ম অনুসরণ করে তা রেজুলেশনভুক্ত করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিন্ধান্ত গৃহিত হয় প্রতিষ্ঠানের বাইরে রাতে বা দিনে কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতে পারবেন না। যদি প্রাইভেট পড়াতে হয় তাহলে মাদরাসায় ক্লাস শুরুর আগে বা পরে প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে তা করতে হবে। এতে যেমন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত হবে, তেমনি ক্লাসের পড়ালেখার প্রতি শিক্ষকরা যত্নবান হবেন। একই সাথে অভিভবাকরা কম খরচে সন্তানদের পড়ালেখা করাতে সমর্থ হবেন। এতে করে শিক্ষার্থীরা যেমন পড়ালেখায় মনোযোগী হবে, তেমনি সরকারি নীতিমালা শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়ন হবে। তবে সরকার ঘোষিত এ নীতিবহির্ভূতভাবে কোনো শিক্ষক যদি প্রাইভেট বাণিজ্য করতে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রতিষ্ঠানের সকলকে নিয়ে লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় এ শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। এছাড়া প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতেও বিভিন্ন বিষয়ে বিষদ আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। উপস্থিত ছিলেন- মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ সাইফুল্লাহ, বিদ্যোৎসাহী সদস্য চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়রম্যান আজিজুল হক হযরত, সদস্য ওয়াহেদুল ইসলাম মালিক ভাদু ও শিক্ষক প্রতিনিধি ওয়াহেদ মো. রাশেদীন আমিন।