মহেশপুর প্রতিনিধি: গত শুক্রবার দিবাগত রাতে মহেশপুর উপজেলার সামনে ১৬ দলের ব্যাডমিন্টন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় ১৬ দলের মধ্যে লামিয়া এন্টারপ্রাইজ একাদশ ও খালিশপুর একাদশ ফাইনাল অনুষ্ঠিত হয়। ওই খেলায় লামিয়া এন্টারপ্রাইজ একাদশ বিজয়ী হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাহাঙ্গীর কবীর মিঠু। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ সভাপতি আজিজুল হক আজা, প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, ষষ্টি কুমার, সাংবাদিক জিয়াউর রহমান, সুজন প্রমুখ।