ভারত অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ

মাথাভাঙ্গা মনিটর: সফলভাবে উৎক্ষেপণ করা হলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পারমাণবিক অস্ত্রবহণক্ষম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের। গতকাল শনিবার সকাল ৮টা নাগাদ ওড়িশা উপকূলের হুইলার দ্বীপের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে এ ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এ প্রকল্পের সাথে যুক্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইটিআর’র অধিকর্তা এমভিকেভি প্রসাদ জানিয়েছেন, পরমাণু অস্ত্র বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্রটি ৫ হাজার কি.মি দূরের লক্ষ্যবস্তুতে নির্ভূল আঘাত করতে সক্ষম। টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ, দেশ ও সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারকে আরও মজবুত করবে। এ প্রকল্পের সাথে যুক্ত সকল বিজ্ঞানীকে আমার আন্তরিক অভিনন্দন।  টুইটারে বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও। এ দিনের পরীক্ষামূলক উৎক্ষেপণটি ত্রি-স্তরীয় প্রক্রিয়ার তৃতীয় পর্যায়ের। এর আগে এখান থেকে ২০১২ এবং ২০১৩ সালে এই একই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়। শুধু শত্রুকে পাল্লার মধ্যে আনাই নয়, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫-এ আরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে।