নিম্নচাপে হালকা হতেই চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত

স্টাফ রিপোর্টার: কদিনের সামান্য উষ্ণতার পর আবারও চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৬ দশমিক ৪ আর চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। নিম্নচাপ সৃষ্টির কারণেই শীতের লাগামে চুয়াডাঙ্গাসহ দক্ষিণবঙ্গে টান দেয়। নিম্নচাপের প্রভাব কাটতে শুরু করার সাথে সাথে চুয়াডাঙ্গায় শীত আবার জেঁকে বসেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশের কোথাও কোথাও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। চুয়াডাঙ্গা, যশোর কুষ্টিয়া, রংপুর ও রাজশাহী বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর ও শ্রীমঙ্গল, অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। চুয়াডাঙ্গায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।