স্টাফ রিপোটার: আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের কলেজপাড়ার অবসরপ্রাপ্ত পুলিশের ছেলে ইমরানসহ দুজনকে গ্রেফতার করেছে। গত শুক্রবার বিকেলে আলমডাঙ্গার পশুহাট এলাকা থেকে তাদের দুজনকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আলমডাঙ্গা পৌর এলাকার উত্তর কলেজপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুর রহমানের ছেলে ইমরান হোসেন (২৩) ও কুষ্টিয়ার ঝাউদিয়া মাছপাড়া গ্রামের আফিছদ্দিনের ছেলে লিটুকে (২৫) গতপরশু পশুহাট এলাকা থেকে থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদের নেতৃত্বে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শনিবার জেলহাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, সে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রীয় সদস্য। এছাড়া ইতঃপূর্বে নানা অভিযোগে কয়েকবার গ্রেফতার হয়।