হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডুর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে দুদিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়। গতকাল শনিবার বিকেল ৪টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ ফজলুর রহমানের সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান ও জোড়াদহ কলেজের সভাপতি রুহুল ইসলাম লস্কর। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ শরিফুল ইসলাম, যুবলীগ নেতা কামাল হোসেন, সাবেক মেম্বার নিজাম উদ্দীন প্রমুখ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, অভিভাবক, সুধীমণ্ডলীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলো।