চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার দর্শনা ও ধোপাখালী সীমান্ত থেকে ১২৯ পিস উন্নত মানের ভারতীয় শাড়ি, ২২৭ বোতল ফেনসিডিল, ৬২ বোতল মদ ও ১০ হাজার পিস টিভির কার্বন রেজিস্ট্রার উদ্ধার করেছে বিজিবি। এসবের মূল্য আনুমানিক ১৯ লাখ ৭৩ হাজার ৮শ টাকা। গতকাল শনিবার ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামানের নির্দেশে উথলী বিশেষ ক্যাম্পের কমান্ডার মিন্টু সরকার ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার দর্শনা পূর্বাশা কাউন্টারে অভিযান চালিয়ে ১২৯ পিস ভারতীয় উন্নত মানের শাড়ি উদ্ধার করেন। এর আগে রাত ৩টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার ফুরকান আলী ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে দর্শনার শ্যামপুর সীমান্তবর্তী মাঠ থেকে ৭২ বোতল ফেনসিডিল, ৫ বোতল ভারতীয় মদ ও ১০ হাজার পিস টিভির কার্বন রেজিস্ট্রার উদ্ধার করেন। এছাড়া ভোর ৫টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর ক্যাম্পের কোম্পানি কামান্ডার সুবেদার শহীদ সরোয়ারের নির্দেশে একদল বিজিবি সদস্য ধোপাখালী সীমান্ত থেকে ১৫৫ বোতল ফেনসিডিল ও ৫৭ বোতল মদ উদ্ধার করেন।