মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ জামে মসজিদ পরিদর্শন করলেন হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। মসজিদের গেট, ওজুখানা ও মসজিদের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ জামে মসজিদ পরিদর্শন করেন হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। ১৯৫১ সালে নির্মিত মুন্সিগঞ্জ জামে মসজিদের গেট, ওজুখানা ও মসজিদের ভেতর বাইরে টাইস দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় সমজিদ কমিটির সভাপতি বদরুদ্দোজা বুদো মিঞাকে সাধুবাদ জানিয়ে মসজিদ উন্নয়নে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া তিনি মুন্সিগঞ্জ একাডেমীতে ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে একটি তিনতলা ভবন নির্মাণ করবেন বলে জানান। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।