মাথাভাঙ্গা মনিটর: আফগান সামরিক পোশাক পরা এক বন্দুকধারীর হামলায় আফগানিস্তানে তিন মার্কিন ঠিকাদার নিহত হয়েছেন। রাজধানীর কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ঠিকাদাররা আফগান বিমানবাহিনীর একটি ছোট বিমান রক্ষণাবেক্ষণে সহায়তা করছিলেন। কড়া নিরাপত্তাবেষ্টিত বিমানবন্দরটিতে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটে। হামলাকারী স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে সে নিহত হয়। এ ঘটনায় অপর এক মার্কিন ঠিকাদার আহত হন। ঠিকাদাররা এক ইঞ্জিন বিশিষ্ট পিলাটুস পিসি-১২ বিমানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিলেন। বিমানটি মার্কিন বিমানবাহিনীর স্পেশাল অপারেশনস ফোর্স ব্যবহার করে। নিহত ঠিকাদাররা বেসরকারি কোম্পানি প্রায়েটোরিয়ান স্ট্যান্ডার্ডের কর্মী ছিলেন।