মেহেরপুর অফিস: সন্ত্রাস, খুন, ইভটিজিংসহ নানা ধরনের সমস্যা থেকে নিজেকে পুলিশের সহযোগিতায় নিরাপত্তা পেতে সেলফ প্রোটেক্ট এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার তিনগুটি অ্যাপস তৈরি করেছেন মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ছাত্রবৃন্দ।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ৩ দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার ২য় দিনে গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ছাত্র আব্দুল আলীমের নেতৃত্বে ৭ম পর্বের ছাত্ররা ওই দুটি অ্যাপস উন্মোচন করেন। প্রতিষ্ঠানের কম্পিউটার ট্রেডের প্রকৌশলী নূরুন্নাহার তাদের সহযোগিতা করেন। অ্যাপসের উদ্যোক্তা আব্দুল আলীম জানান, তিনগুটি অ্যাপসটি যেকোনো সময় মোবাইলে পাওয়া যাবে। তবে নিরাপত্তার জন্য তৈরি অ্যাপস সেলফ প্রোটেক্টটি সরকারের নির্দেশ মোতাবেক মোবাইলে দেয়া হবে। অ্যাপস দুটি উন্মোচনের সময় মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ ফজলুল হক মন্টু, সিনিয়র প্রভাষক এমএ বাশার, প্রশিক্ষক ফারুক হোসেন, প্রকৌশলী নূরুন্নাহার, সাংবাদিক কামারুজ্জামান খান, মেহের আমজাদ, রামিজ আহসান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।