চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ আয়োজনে জনসভায় হুইপ ছেলুন

তোমরা এখন যুবক : বিএনপি-জামায়াতের নাশকতা রুখে তোমাদের রুখতে হবে

 

ভালাইপুর প্রতিনিধি: বিএনপি-জামায়াত সারাদেশে অবরোধের নামে নাশকতা চালাচ্ছে। বিএনপি-জামায়াত আর পাকিস্তানিদের মধ্যে কোনো পার্থক্য নেয়। বিএনপি, জামায়াত-শিবির এদেশের জনগণ চাই না তারা এদেশের মাটি চায়। বাস, ট্রাকে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে গর্ভবর্তী মা, শিশুসহ বিভিন্ন ব্যাক্তিকে হত্যা করছে। দেশকে আবার পাকিস্তান বানাতে চাচ্ছে। এ সপ্ন কোনো দিনই পূরণ হবে না আমরা জনগণের সাথে রাজনীতি করি। জনগণ আপনাদের ছাড়বে না। বিরোধীদলের নেত্রীকে ইঙ্গিত করে প্রধান অতিথি আরো বলেন ঘরের মধ্যে বসে অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাকে আন্দোলন বলে না। রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে আন্দোলনে আসেন, জনগণ কোনোদিনই আপনাদের ডাকে সাড়া দেবেনা। কারণ জনগণ বুঝতে শিখেছে ভালো-মন্দ। স্বাধীনতার সময় আমরা টগবগে যুবক ছিলাম। শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে স্বাধীন করেছিলাম, তোমরা এখন যুবক। বিরোধী দলের এ নাশকতা রুখে দিতে হবে। তিনি গতকাল শুক্রবার ভালাইপুর মোড়ে আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, কোনো স্বাধীনতাবিরোধী শক্তিকে ভয় না পেয়ে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আমি তোমাদের সাথে আছি। আলমডাঙ্গা চিৎলা, খাদিমপুর ও আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে ভালাইপুর মোড়ে বেলা ৩টার দিকে আলোচনাসভায় জেলা যুবলীগনেতা চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা পরিষদ প্রশাষক মাহফুজুর রহমান মনজু, জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবীর, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল, জেলা যুবলীগ নেতা আব্দুল কাদের, তৌহিদুল হক ফকা, আব্দুর রশিদ, আব্দুস ছালাম, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমির হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সিনিয়র সভাপতি রুবাইদ বিন আজাদ সুস্তির, কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল, সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, চিৎলা ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক ইমদাদুল হক টুকু, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিহাজ উদ্দিনের খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মণ্ডল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহাসিন রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রশীদ মাসুম, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক আবু তাহের আবু, রকিবুল হাসান, জাকারিয়া হোসেন, আলুকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন প্রমুখ। বক্তব্য রাখেন চিৎলা ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, টোকন, আরিফ, রবিউল ইসলাম ঝন্টু, মহিবুল হক মন্টু, খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবান মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, মোস্তাফিজুর রহমান বিপু প্রমুখ।