স্টাফ রিপোর্টার: দুটি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। গতকাল শুক্রবার বেলা ১টার দিকে ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের বন্দরভিটা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মহেশপুর থেকে আত্মীয় লাশ দাফন শেসে বাড়ি ফিরছিলো সদর উপজেলা গাড়াবাড়িয়ার দেলোয়ার হোসেনের স্ত্রী নুর বানু (৩০), একই গ্রামের শাহিন আলীর মেয়ে শারমিন খাতুন (১২), ইছঅহক আলীর স্ত্রী আমেনা খাতুন (৬০), তার দু ছেলে মুহিদ (৪০) ও শহিদ (৩৭), মামুন আলীর ছেলে গোলাম (৩০), হাইমাতুল্লার স্ত্রী মাহিরণ (৪৫), মতিয়ারের স্ত্রী, আলমডাঙ্গার বুড়োপাড়ার সাবান আলীর ছেলে আব্দুল মান্নান (৪৫)। তারা আলমডাঙ্গার বন্দরভিটা সমসের আলীর ছেলে সামাদ (৪০) আলমসাধুযোগে মহেশপুর থেকে আত্মীয় লাশ দাফন করে বাড়ি ফিরছিলো। বন্দরভিটা নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা অপর একটি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর জখম হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে নুরবানু, শারমিন খাতুন, আমেনা খাতুন ও আলমসাধুচালক সামদকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।