আলমডাঙ্গায় বিভিন্ন মামলায় ৫ জন গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দিনে বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেছে।

জানা গেছে, কুষ্টিয়ার ফকিরপাড়ার মমতাজ আলীর ছেলে লাল্টু (২৮) ও আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর হরিতলার রমজান আলীর ছেলে মানোয়ার হোসেনকে (২২) গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে। গতকাল শুক্রবার কুষ্টিয়া মিরপুরের মরোপদাহ গ্রামের জহির উদ্দিনের ছেলে রফিকুল (২৮), আলমডাঙ্গা গোবিন্দপুরের মৃত উম্মাদ আলীর ছেলে খাইরুল (৩০) ও একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে খাইরুলকে (৩২) গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আজ শনিবার জেলহাজতে প্রেরণ করা হতে পারে। পুলিশ জানায়, তাদেরকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে।