দেশের স্বার্থে যেকোনো গুরুত্বপূর্ণ কাজ করতে প্রস্তুত বিজিবি

জীবননগর ধোপাখালীতে নবনির্মিত ক্যাম্প ভবন উদ্বোধনকালে বিজিবির ডিজি আজিজ আহমেদ

 

জীবননগর ব্যুরো: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিজিবিএম, পিএসসিজি বলেছেন, নাশকতা প্রতিরোধে প্রয়োজনে আরো কঠোর অবস্থানে যাবে বিজিবি। নিজের আগের বক্তব্যের প্রতি শক্ত অবস্থান নিয়ে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো বিজিবি সদস্য হামলার শিকার হলে আত্মরক্ষার্থে অবশ্যই গুলি চালানো হবে।

বিজিবি মহাপরিচালক আরো বলেন, সীমান্ত প্রহরাসহ বিজিবি ৫টি মৌলিক কাজ করে থাকে। এছাড়াও সরকারের নিদের্শে দেশের স্বার্থে যেকোনো গুরুত্বপূর্ণ কাজ করতে প্রস্তুত আছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিকেলে জীবননগর উপজেলার ধোপাখালী সীমান্তে বিজিবির নবনির্মিত ক্যাম্প ভবন উদ্বোধনকালে এ মন্তব্য করেন বিজিবির ডিজি।

নবনির্মিত ক্যাম্প ভবন উদ্বোধনকালে বিজিবির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খন্দকার মো. শহিদুল ইসলাম, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. জাভেদ সুলতান, ৪৭ বিজিবির পরিচালক লে. কর্নেল মো. আবুল কালাম আজাদ ও চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। এর পূর্বে তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুরে নবসৃজিত ৫৮ বিজিবি ব্যাটালিয়নের নির্মাণ অবকাঠামো পরিদর্শন করেন ও দ্রুত শেষ করার তাগিদ দেন।