সেকায়েপের ক্যালেন্ডারের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দেশসেরা মামুনকে সংবর্ধনা

 

জীবননগর ব্যুরো: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট সেকায়েপ কর্তৃক ২০১৫ সালের বার্ষিক ক্যালেন্ডারের জন্য আহ্বানকৃত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দেশসেরার খেতাব অর্জন করেছে জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মাহমুদ আল মামুন। সে জীবননগর হাইস্কুলপাড়ার মুন্সি আব্দুল হালিম লাল্টু ও নাসরিন হালিমের একমাত্র ছেলে সাংবাদিক এমআর বাবুর ভাতিজা। মামুনের আঁকা ছবি সেকায়েপ কর্তৃক এ বছর প্রকাশিত বার্ষিক ক্যালেন্ডারে প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। সেকায়েপ কর্তৃক আহ্বানকৃত প্রতিযোগিতায় দেশ সেরার খেতাব অর্জন করায় স্কুলের পক্ষ থেকে মাহমুদ আল মামুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বুধবার শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকী বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফজলুর রহমান, পাইলট বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও আলিম মাদরাসার সভাপতি বজলুর রহমান। এছাড়াও শীতকালীন আন্তঃস্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জেলা চ্যম্পিয়ান হওয়ায় মুক্তার হোসেন ও ৪র্থ শ্রেণির ছাত্রী সাউদিয়া রহমান সাফা মণিপুরী নৃত্যে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় তাদেরকেও সংবর্ধনা প্রদান করা হয়।