টিপ্পনী

 

খবর:(মুজিবনগরের পুরন্দরপুর ছয় বাড়িতে ডাকাতি)

 

ডাকাত চোরের কাছেই আছি

ওদের সাথেই বাস,

একটু নড়ন চড়ন হলেই

দিব্যি হবো লাশ।

 

বুলেট বোমা খেয়ে খেয়ে

লাগে না আর ভয়,

লাঠি-গুঁতো এখন বাপু

সবই হজম হয়।

 

জ্যান্ত এখন, কী আর করা

হয়তো কখন শেষ,

আতঙ্ক আর কান্নাকাটির

ভয়াল পরিবেশ!

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment