স্টাফ রিপোর্টার: কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে চুয়াডাঙ্গা মালোপাড়ার বিপ্লব হালদারের ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তথা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম মামুনুজ্জামানএর ভ্রাম্যমান আদালত এ দণ্ডাদেশ দেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জ মালোপাড়ার সন্তোষ হালদারের ছেলে বিপ্লল হালদার বেশ কিছুদিন ধরে একই পাড়ার এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলো। বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ওত পেতে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে হাতে নাতে ধরা পড়ে বিপ্লব। সাথে সাথে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দের ব্যবস্তা করা হয়। একই পাড়ায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপস্থিত সাক্ষ্য প্রমাণ পরীক্ষা করে বিপ্লবকে দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন সদর থানার এএসআই কৃষ্ণপদ সমার্দ্দারসহ সঙ্গীয় ফোর্স।