আলমডাঙ্গার ঘোলদাড়ি বাজারে আওয়ামী লীগের জনসভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

জামায়াত-শিবির ও বিএনপি পাকিস্তানি আর্মির ভূমিকা পালন করছে

 

স্টাফ রির্পোটার: সারা বাংলাদেশে অবরোধ ডেকে বিরোধীদল নাশকতা চালাচ্ছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি আর্মিদের বর্বরতার কথা উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, জামায়াত-শিবির ও বিএনপি পাকিস্তানি আর্মির ভূমিকা পালন করছে। জ্বলন্ত মানুষকে পুড়িয়ে মেরে বাংলাদেশে বাস করে পাকিস্তানের স্বপ্ন দেখা চলবে না। সারাদেশে জামায়াত-শিবিরের কোনো লোকজন নেই, তারা ঢাকার টোকাইদের ভাড়া করে বোমা বানিয়ে সাধারণ নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে দেশকে আবারো পাকিস্তান বানাতে চাচ্ছে। অবিলম্বে জামায়াত-শিবির নেতাদের পাকিস্তানে চলে যাওয়ার কথা বলেন তিনি।

জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে আলমডাঙ্গার ঘোলদাড়ি বাজার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগের আলোচনাসভায় বক্তব্য দিতে গিয়ে জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, সারা বাংলাদেশে ২০ দলের ডাকা অবরোধে জামায়াত-শিবির ও বিএনপি যে নাশকতা চালাচ্ছে তা ৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি আর্মিদেরও হার মানাচ্ছে। রেললাইন উপড়ে ফেলে ট্রেনে আগুন দিচ্ছে, চলন্ত বাসে আগুন দিয়ে জ্যান্ত মানুষ পুড়িয়ে মারছে।

বিএনপির নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের মানুষকে পেট্রোল বোমা মেরে কি অবস্থা করছেন, একবার বার্ন ইউনিটে যান দেখে আসুন। মানুষের আর্তনাদ সহ্য করা যায় না। আমরাও বিরোধীদলে ছিলাম, আমরা তো কোনো সময় মানুষ পুড়িয়ে মারিনি। সভায় সভাপতি ছিলেন নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সদস্য সোনা মিয়া, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হযরত আলী, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জহুরুল ইসলাম বেলু, উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিন, জেলা ছাত্রলীগের সিনিয়র সভাপতি রুবাইত বিন সুস্তির, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমির কুণ্ডু, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক মিশর আলী, আইলহাস ইউনিয়ন যুবলীগের আব্দুল কুদ্দুস, জেহালা ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈন উদ্দিন, সম্পাদক শিলন, যুবলীগ নেতা নান্না, শেখ রাজন, রইদুলসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন।