স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা একাডেমীতে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
চুয়াডাঙ্গা একাডেমীতে ঈদে মিলাদুলন্নবী, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠান দশম শ্রেণির ছাত্র নোমান সিদ্দিকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। একাডেমীর প্রধান শিক্ষক সুকেশ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক রওশন আলী জোয়ার্দ্দার। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুল মোতালেব। বিদায়ী ছাত্রদের মধ্যে বক্তব্য রাখে আজিজুল হাকিম।
চুয়াডাঙ্গা আদশ উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরিক্ষর্থীদের বিদায় এবং ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস বিলকিস জাহান। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচানলা কমিটির সভাপতি অ্যাড. আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন শফিউল আলম। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারী শিক্ষক রউফুন নাহার, দশম শ্রেণির ছাত্রী বদরুন নাহার বাণী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফারহানা পারভীন ও আসমা খাতুন।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার সকাল ১০টায় ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বিদ্যালয়ের এসএমসির সভাপতি আ.রহমান। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আ.ছাত্তার, শওকত আলী, সাইফুদ্দিন, আকবার আলী, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল আক্তারের উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক মাহাবুব, রোকোনুজ্জামান, আ.ছাত্তার, লোকমান হোসেন, ছাত্রীদের মধ্য থেকে ছাবনা, তন্নি, মারুফা, ইভা, সানজিদা, মিম্মা প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেন।
অপরদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ডা.শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.রহমান। বক্তব্য রাখেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহিনুল ইসলাম, সহকারী শিক্ষক শাহাবুদ্দিন বিশ্বাস কোকন, হুমায়ুন কবির, আব্দুল কাদের। অনুষ্ঠানের প্রথমেই প্রধান অতিথি ও অতিথিবৃন্দ নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং শেষে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ নতুন ধারা কোচিং সেন্টারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোচিং সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন ধারা কোচিং সেন্টারে পরিচালক নাজমুল হোসাইন। প্রধান অতিথি ছিলেন সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক আনিসুল হক দুখু। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।
বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল মোতালেবের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য আসাদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. জাকিরুল ইসলাম, শিক্ষক মো. সানোয়ার হোসেন, পরিচালনা সদস্য মো. আশিফ মিয়া, আজাদ ফেরদৌস পানজু, কাজী তারিকুজ্জামান লান্টু ও মো. রমজান আলী। কোরআন তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মো. সামসুল হক। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উদ্দেশে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী মো. সাজ্জাদুল ইসলাম, মোছা. অনন্য আফরিন খাতুন ও সাইদুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিক্ষক মো. সাইফুল ইসলাস স্বপন।
আলমডাঙ্গার মুন্সিগঞ্জ আলমডাঙ্গার মুন্সিগঞ্জ তরুণ কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে পৌর মেয়র রিয়াজুল ইসলাম টোটন বলেন, এইচএসসির আগে ছাত্রছাত্রীদের মোবাইলফোন নয়। তিনি ছাত্রছাত্রীদের মোবাইলফোন ব্যবহারের সুফল ও কুফল নিয়ে আলোচনা করে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের প্রতি ভালো ফলাফল করার আহ্বান জানান। গতকাল বেলা ১১টার দিকে আলমডাঙ্গা জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ তরুন কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ছিলেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক নূর মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিন হোসেন, আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন, শাহার আলী, ডাক্তার জাহান আলী, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক রকিবুল হাসান, রমজান, জেহালা ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈন উদ্দিন, সম্পাদক শিলন হোসেন, যুবলীগ নেতা রহিদুল, নয়ন, হিরো প্রমুখ।
জামজামি প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের গতকাল বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন এডহক কমিটির সভাপতি খন্দকার হারুন রেজা। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ শিক্ষক কফিল উদ্দিন ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কেএ মান্নান। সিনিয়র শিক্ষক মো. শামীম হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন ধর্মীয় শিক্ষক লুৎফর রহমান, শাহনাজ পারভীন, খন্দকার আবিদ হাসান মমিন, মল্লিকা পারভীন, মুসলিমা পারভীন, হুসনে আরা বেগম, মহাম্মদ আলী, ওসমান গনি টুটুল, মাফিজুর রহমান প্রমুখ। বিদায়ী শ্রদ্ধাঞ্জলি পাঠ করে ৮ম শ্রেণির ছাত্রী আফরিন জাহান। নবীনদের উদ্দেশে মানপত্র পাঠ করে বিদায়ী ছাত্র সাকলাইন।
ডাউকি প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার বাদেমাজু বাদল স্মৃতি একাডেমীতে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সোহরাব হোসেন সাবু, নিজাম উদ্দিন ও নাসরিন সুলতানা। ১ম পর্বে শিক্ষক রোকনুজ্জামান লিটুর উপস্থাপনায় বক্তব্য রাখেন- শিক্ষক আব্দুল জলিল, আইয়ুব আলী, মনিরুজ্জামান, কামাল হোসেন, নাজনীন আরা, সাবিনা ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন, জেসমিন নাহার, মীর হোসেন ও সেলিম হোসেন। ২য় পর্বে ১০ শ্রেণির ছাত্রী রোকাইয়া খাতুন ও খাদিজা বিশ্বাসের যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন শাহানাজ পারভীন, অঞ্জনা খাতুন, মাইনুল ইসলাম ও অনিমা আক্তার সোমা। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ক্রীড়া শিক্ষক মুশফিকুর রহমান মুনছুর।
দামুড়হুদা অফিস জানিয়েছে জানিয়েছে, দামুড়হুদা উপজেলার মোক্তারপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মনির উদ্দীন। বক্তব্য রাখের প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দীন, ইউপি সদস্য হাসান আলী, সাবেক ইউপি সদস্য আক্কাচ আলী, অভিভাবক সদস্য আ. হামিদ, সহকারী শিক্ষক সালমা পারভীন ১০ম শ্রেণির ছাত্রী মাহফুজা খাতুন, চ্যামিলী খাতুন বিদায়ী, রিক্তা খাতুন প্রমুখ। উপস্থিত ছিলেন আনছার আলী মোল্লা, আতিকুর রহমান, আ. হামিদ প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক উমর ফারুক। পরিচালনা করেন শিক্ষক জাহিদুল ইসলাম। অপরদিকে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির উদ্দীন। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খলিলুর রহমান, নিজাম উদ্দীন ও আজিজুল হক। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক একরামুল হক, সহকারী শিক্ষক আব্দুল মজিদ, রায়হান উদ্দীন, ফাহিমা খাতুন, মনিরুল ইসলাম প্রমুখ। মানপত্র পাঠ করেন তাসলিমা খাতুন। ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন লাবণী খাতুন, শুকুর আলী ও বৃষ্টি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান।
নতিপোতা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের বরণ ও ব্যাজ পরিধান করানো হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাবিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক এনামুল হক, ধর্মীয় শিক্ষক হাবিবুর রহমান ও শিক্ষিকা আফরোজা খাতুন। প্রধান অতিথিকে শ্রদ্ধাঞ্জলি জানায় দশম শ্রেণির ছাত্র রাজু আহাম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু। বিশেষ অতিথি ছিলেন সদস্য রহিদুল ইসলাম, গোলজার হোসেন, খবির উদ্দীন, হাজি নাসির উদ্দীন, ফকির আলী খা, সাবেক মেম্বার মসলেম উদ্দীন, হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাফায়েত হোসেন, হোগলডাঙ্গা পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই আহাদ আলীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আরিফ হোসেন।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের রাজনগর দাখিল মাদরাসার আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মাদরাসার ১ম ও ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি ছাত্রছাত্রীদের বরণ ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারীদের বিদায় উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আরমান হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুস সামাদ বিশ্বাস। বক্তব্য রাখেন- মাদরাসার সুপার মাওলানা লুকমান হোসাইন, সহসুপার মাওলানা বেলাল হোসাইন, সিনিয়র শিক্ষক মো. রাশেদুল ইসলাম, সমাজসেবক ওলিল উদ্দিন ও সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি শিলা রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা রুহুল আমীন।
বারাদী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর সদর উপজেলার বারাদী মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আব্দুল হালিম মোল্লাকে সম্মাননা দেয়া হয়। প্রধান শিক্ষক শামীম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি আব্দুল হালিম মোল্লা, এআরবি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, ইমদাদুল হক, আয়ুব আলী, ফজলুল হক ও মমতাজ উদ্দীন মাস্টার। অনুষ্ঠানের শুরুতেই নবাগত ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। জীবনের সফলতা কামনা করে বিদায়ী সংবর্ধনা দেয়া হয় এবারের এসএসসি পরীক্ষার্থীদের। দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর গোপালনগর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১০টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বিদায় ও নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজিবনগর উপজেলা আ.লীগের সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা। বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি আস্কার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন পরিচালনা কমিটি সদস্য আ.মান্নান ও রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক হেলাল উদ্দীন। অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্রীদের পক্ষ থেকে শিক্ষকদের পুরস্কার প্রদান করা হয়।
ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলার সাধুহাটি বালিকা বিদ্যালয়ে গতকাল সকাল ১০টায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান। প্রধান আলোচক ছিলেন- প্রধান শিক্ষক গোলজার হোসেন। বক্তব্য রাখেন , সহকারি প্রধান শিক্ষক, কাজী জিবননেছা,সহকারি শিক্ষক আবুবক্কর সিদ্দীক, সহকারী শিক্ষক মোবাসের, কমিটির সদস্য হাজি আবুল হোসেন, শহিদুল ইসলাম, গোলাম মস্তাফা, গোলজার হোসেন মুকুল, নাছিমা, শিউলি, বুলবুলি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুর রশিদ।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সকালে ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী। বিশেষ অতিথি ছিলেন- প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান। বক্তব্য রাখেন- শ্যামল কুমার, আন্নি খাতুন, আরমিনা, নুরুন্নাহার প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের ৬ষ্ঠ ও একাদশ শ্রেণির ছাত্রীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহা. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের সভানেত্রী শামীম আরা হীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী। এরপর নবাগত ছাত্রীদের উদ্দেশে মানপত্র পাঠ করে দ্বাদশ শ্রেণির ছাত্রী আশেয়া আক্তার সুইটি। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান, প্রতিষ্ঠানের প্রভাষক আসকার আলী, সহকারী শিক্ষক আব্দুল ওহাব প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে শামীম জাহাঙ্গীর সেন্টুর সঞ্চলনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রভাষক কামরুজ্জামান, সহকারী শিক্ষিকা সাফিনাজ আরা ইরানী, শিক্ষার্থী শিরিন মমতাজ, সুইটি, পূর্ণিমা, মিতা, শাহনাজ, বৃষ্টি, বর্ষা, শাপলা, আগত মেহমান এখলাছুর রহমান টাবলু, রুপা প্রমুখ অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।