মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক দায়ের করা মামলাগুলোকে উদ্দেশ্য প্রণোদিত বলে অখ্যা দিয়ে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়ন বিএনপি। একই বিবৃতিতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য অহিদুল ইসলাম বিশ্বাসসহ সকল নেতাকমীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে বলা হয়েছে, বিবৃতিদাতারা হলেন- সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরমুল হক, সাধারণ সম্পাদক গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক আবুল মজিদ, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হবি, সহসভাপতি আফজালুর রহমান, মুক্তার হোসেন, নাসির উদ্দীন, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম লাল, মোশারফ হোসেন, হাফিজুর রহমান, আব্দুল মাজেদ মণ্ডল, আব্দুর রহিম, ফারুক হোসেন, কামাল, পিন্টু, কুদ্দুস, মনছুর আলী, আজিজুল হক, পেশকার, মতিয়ার রহমান, ডালু প্রমুখ।

বিবৃতিদাতারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কমানায় সকলের নিকট দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে।