সালমান খান ও ভক্তদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

 

মাথাভাঙ্গা মনিটর: একেই হয়তো বলে খ্যাতির বিড়ম্বনা। সালমান খান যে বলিউডের একজন অতি জনপ্রিয় অভিনেতা তা নিয়ে কারো কোনো সন্দেহের অবকাশ নেই। আর তার ভক্তদের পাগলামিরও কোনো সীমা নেই। এমনই একদল পাগলাটে ভক্তের সাথে শেষ পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হতে হলো সালমানকে। রাজস্থানের মান্ডোয়া নামের একটি এলাকায় বজরঙ্গী ভাইজান ছবির শুটিং করতে গিয়েছিলেন সালমান। গ্রামের রাস্তা দিয়ে তার গাড়ি যাওয়ার সময় ভক্তরা প্রিয় অভিনেতাকে এক নজর দেখতে রাস্তার দু ধারে ভিড় জমিয়ে দেন। এমন সময় বাইকে করে কয়েকজন যুবক সালমনের গাড়ি ধাওয়া করেন। সালমনের নাম ধরেও চেঁচাতে থাকেন অশালীনভাবে। প্রথম দিকটায় পাত্তা দেননি সালমান। কিন্তু তারপরও যখন কাজ হচ্ছিলো না তখন মেজাজ হারিয়ে ফেলেন তিনি। রেগে লাল হয়ে গাড়ি থেকে নেমে পাল্টা ধাওয়া করেন ওই যুবকদেকে। অবস্থা বেগতিক দেখে সাথে সাথে বাইক নিয়ে কেটে পড়েন ভক্তরা। এরপর নিজের গাড়িতে চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন সালমান।