মুজিবনগর পুরন্দরপুরে ৬ বাড়িতে ডাকাতি

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার পুরন্দরপুর ও খানপুর গ্রামে গত মঙ্গলবার রাতে ছয় বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল নগদ টাকা, সোনার গয়নাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে পুরন্তরপুর গ্রামের আদম আলীর ছেলে আসাদুল ইসলামের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। বাড়ির লোকজনকে বেঁধে রেখে লুটপাট শুরু করে। পরবর্তীতে আসাদুলের ভাই শহিদুল ইসলাম ও মহিদুল ইসলাম, প্রতিবেশী রাইরুল ইসলাম ও মেঘা মিয়া এবং খানপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে একই কায়দায় ডাকাতি করে।

ডাকাত দলের সদস্যরা পরিবারের লোকজনকে বেঁধে রেখে মারধর করে এবং বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে লুটপাট চালায় বলে জানান ডাকাতি হওয়া বাড়ির কয়েকজন। গতকাল বুধবার দুপুরে ভুক্তভোগীদের পক্ষ থেকে মুজিবনগর থানায় অভিযোগ করা হয়েছে। ডাকাতদলের সদস্যদের গ্রেফতার ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।