জীবননগর ব্যুরো: জীবননগরে সমবায় অফিসের সিভিডিবি প্রকল্পের মাঠ সংগঠক মেজবাউল হোসেনের (৩০) জালিয়াতি ফাঁস হয়ে গেছে। গত মঙ্গলবার সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের বিলের ভাউচার নকল করায় তার এ জালিয়াতি ধরা পড়ে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ মেজবাউলকে এহেন কর্মকাণ্ডের জন্য কারণ দর্শানোর কথা বলেন।
জানা যায়, উপজেলার সমবায় অফিসের সিভিডিবি প্রকল্পের মাঠ সংগঠক মেজবাউল হোসেন তার কার্যক্ষেত্রে বিভিন্ন বিল অফিসিয়ালভাবে উত্তোলনের জন্য দোকানের বিল ভাউচারের প্রয়োজন হয়। এ কারণে মেজবাউল জেএম হার্ডওয়ার অ্যান্ড আর্ট গ্যালারি, মেসার্স শিরিন ডেকোরেটর অ্যান্ড সাইদ বেডিং ও নূর মাইক সার্ভিস অ্যান্ড লাইটিং হাউজের দোকানের বিল ভাউচার প্রেস থেকে ছাপিয়ে জালিয়াতির মাধ্যমে অফিস থেকে ভুয়া বিলের মাধ্যমে টাকা উত্তোলন করে আত্মসাত করছিলো বলে অভিযোগ।